ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঢাবি ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে এই দাবিতে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং লাকিকে গ্রেপ্তার করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, লাকি আক্তার শাহবাগে “গণজাগরণ মঞ্চ-২” আয়োজনে পরিকল্পনা ও ষড়যন্ত্র করছেন, যা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এ জন্য তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তারা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন—”আমার ভাই কবরে, লাকি কেন বাহিরে”, “শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস”, “সারা বাংলায় খবর দে, শাহবাগের কবর দে”।
এর আগে মঙ্গলবার বিকেলে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামক একটি সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। একই দিন সন্ধ্যায় লাকি আক্তার মশাল মিছিলে অংশ নেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।