আন্দোলনকারীদের গায়ে হাত না তুলে শান্তিপূর্ণ কৌশলে তাদের ছত্রভঙ্গ করে আলোচনায় আসা পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত করা হয়েছে।
গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, যা রবিবার (৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “নাগরিকদের প্রতি শ্রদ্ধা রেখে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব ও বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগের স্বীকৃতি হিসেবে কনস্টেবল রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।”
অতীতে এই পদক সাধারণত পুলিশ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হতো। তবে রিয়াদের ক্ষেত্রে এবার ব্যতিক্রম ঘটেছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সরাতে গায়ে কোনো আঘাত না করেই রাস্তায় ও বৈদ্যুতিক খুঁটিতে লাঠি মেরে কৌশলে তাদের ছত্রভঙ্গ করেন কনস্টেবল রিয়াদ। তার এই মানবিক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে।