রাজধানীর মিরপুর-১৩ নম্বর সেকশনে বাউনিয়া খালের খননকাজ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।
আজ রোববার সকালে এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে তারা লালগালিচা বিছানো একটি পথ দিয়ে খালের পাড়ে যান। পরে খালের পাড়ে স্থাপিত ভাসমান খননযন্ত্রে উঠিয়ে খননকাজের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উদ্বোধনের পর এক গণমাধ্যমকর্মী সৈয়দা রিজওয়ানা হাসানকে প্রশ্ন করেন, “মেয়ররা সাধারণত এমন অনুষ্ঠানে লালগালিচা ব্যবহার করেন না, কিন্তু আজ আপনাদের খালের ওপর দিয়ে লালগালিচা বিছানো ছিল, এটা কেন?” হেসে উত্তর দেন রিজওয়ানা হাসান, “ওটা আমি খেয়াল করিনি, তবে আপনি খেয়াল করেছেন তো?”
এ সময় তিনি জানান, ফেব্রুয়ারির মধ্যে ঢাকার চারটি নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু হবে। ১৬ ফেব্রুয়ারি এডিবির একটি দল বাংলাদেশে আসবে এবং তারা নদী পুনরুদ্ধারের অভিজ্ঞতা শেয়ার করবে।
এছাড়া, খাল সংস্কার কার্যক্রমের মাধ্যমে ঢাকার পরিবেশগত ও সামাজিক উন্নয়ন সাধন করার পরিকল্পনা নিয়েছে সরকার।