নাটোরের লালপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা স্লোগান সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে লালপুর থানার পাশের চরজাজিজা এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ৩০ থেকে ৪০ জনের একটি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন। সমাবেশের নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ সংগঠনের নাটোর জেলা ছাত্রলীগের সহসভাপতি সৌরভ ইসলাম।
সন্ধ্যার আলো-আঁধারের মধ্যে একটি বাগানে দাঁড়িয়ে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ ও ‘লালপুর থানা ছাত্রলীগ নেতা মোদের শেখ মুজিব’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। প্রশাসনের পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে রাজনৈতিক শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন, আবার কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।