ঈদের দীর্ঘ ছুটিতে কক্সবাজারে ভিড় করেছেন হাজারো পর্যটক। উত্তাল সাগর, তীব্র রোদ আর গরম উপেক্ষা করে তাঁরা মেতে উঠেছেন সমুদ্রস্নানে ও আনন্দ আয়োজনে। যদিও সৈকতের তিনটি পয়েন্টে গর্ত সৃষ্টি হওয়ায় সেখানে সতর্কবার্তা হিসেবে টানানো হয়েছে লাল পতাকা, তবুও থামছে না স্নানের উৎসব।
রবিবার (৮ জুন) দেখা যায়, সৈকতের বিভিন্ন অংশে মানুষের ঢল। কেউ পানিতে গা ভাসাচ্ছেন টিউব নিয়ে, কেউ ব্যস্ত প্রিয় মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে। অনেকে আবার বালির ঘর তৈরি করে উপভোগ করছেন ঢেউয়ে ভেঙে যাওয়ার দৃশ্য। পাশাপাশি ঘোড়ায় চড়া, বিচ বাইকে ঘোরা কিংবা কিটকটে বসে সমুদ্র দেখা—সব মিলিয়ে উপচে পড়া আনন্দ।
ঢাকা থেকে আসা পর্যটক মীর মাহবুব জানান, “টানা ছুটিতে পরিবারকে সময় দিতে কক্সবাজার এসেছি। রোদ আর গরম থাকলেও, আবহাওয়াটা উপভোগ্য। সমুদ্রস্নান, ছবি তোলা আর ঘোড়ায় চড়া—সবই দারুণ লাগছে।”