লাহোর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের জন্য ফেলোশিপ চালু, সহায়তায় ওআইসি
বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়। ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত মন্ত্রী পর্যায়ের স্থায়ী কমিটি (কমস্টেক)-এর যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটি বাস্তবায়িত হচ্ছে।
পাকিস্তানের সরকারি গণমাধ্যম জানায়, ২২ থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিকরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের একাডেমিক ক্ষেত্রে অসাধারণ সাফল্যের পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখার মানসিকতা থাকতে হবে।
লাহোর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের জন্য ফেলোশিপ চালু, সহায়তায় ওআইসি আরো পড়ুন
ফেলোশিপের আওতায় প্রার্থীরা টিউশন ফি মওকুফ, বিমান ভাড়া, সম্মানী এবং বিনামূল্যে থাকার সুবিধা পাবেন। কমস্টেকের সমন্বয়ক ড. মুহাম্মদ ইকবাল চৌধুরী বলেন, “এই উদ্যোগ মুসলিম বিশ্বের মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর প্রতীক। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই এই প্রোগ্রামের লক্ষ্য।”
আগ্রহীরা লাহোর বিশ্ববিদ্যালয় এবং কমস্টেকের ওয়েবসাইট থেকে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ২০২৫ সালের ১ মার্চ।
উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পরিবর্তনের পর থেকে এই সম্পর্কোন্নয়ন প্রচেষ্টা আরও জোরদার হয়েছে। আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। শীতের ঘুরে আসুন চায়ের কন্যার দেশে মৌলভীবাজারে আরো খবর পড়ুন ।