সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার সুস্থ হওয়ার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ।
বুধবার (২৫ ডিসেম্বর) ডেইলি টেলিগ্রাফের বরাতে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।
মাত্র দুই সপ্তাহ আগে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) উত্তর-পূর্ব সিরিয়া থেকে শুরু করে বিদ্যুৎগতিতে আক্রমণ চালিয়ে আসাদকে ক্ষমতাচ্যুত করে। আসাদের পরিবার দীর্ঘ ৫০ বছরের শাসন হারিয়ে রাশিয়ায় পালিয়ে আশ্রয় নেয়। বিদ্রোহী গোষ্ঠী ক্ষমতা গ্রহণের পর সংখ্যালঘুদের অধিকার ও স্বাধীনতা রক্ষার অঙ্গীকার করেছে।
ব্রিটিশ বংশোদ্ভূত আসমা বর্তমানে রাশিয়ায় স্বামীর সঙ্গে রয়েছেন, তবে সংক্রমণ ঠেকাতে তাকে পরিবারের অন্যান্য সদস্যদের থেকে আলাদা রাখা হয়েছে। এদিকে কিছু গণমাধ্যমে আসমার বিবাহ বিচ্ছেদের গুজব ছড়ালেও ক্রেমলিন এটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
আসমার বাবার নাম ফাওয়াজ আখরাস, যিনি পেশায় একজন কার্ডিওলজিস্ট। তিনি বর্তমানে মেয়ের দেখভাল করছেন।
গত মে মাসে আসমার অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়ে। এর আগে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং ২০১৯ সালে সে রোগ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন।
আরএস