লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার (২২ মার্চ) লেবানন থেকে নিক্ষেপ করা অন্তত পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিনটি প্রতিহত করা হলেও দুটি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়ে বলে জানায় দেশটির সামরিক বাহিনী। হামলার পরপরই ইসরাইলের মেতুলা শহরে সাইরেন বেজে ওঠে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রকেট হামলার জবাবে ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে পাল্টা গোলাবর্ষণ শুরু করেছে। তবে এখন পর্যন্ত এই সংঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননভিত্তিক হিজবুল্লাহ গোষ্ঠীও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, গত ডিসেম্বরের পর এবারই প্রথমবারের মতো লেবানন থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হলো।
এদিকে, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার থেকে বিমান ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইলি হামলায় গাজায় দুই শতাধিক শিশুসহ ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
অন্যদিকে, গত অক্টোবরের পর প্রথমবারের মতো শুক্রবার ইসরাইলের দিকে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।