এল ক্লাসিকোতে হারের পর আবারও নিজেদের জয় ধরে রাখতে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। সোমবার রাতে স্প্যানিশ লা লিগায় রবার্ট লেভানডোফস্কির রেকর্ড হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয় পায় কাতালান ক্লাবটি।
ম্যাচের ২২ মিনিটে ফেরমিন লোপেজের গোলে এগিয়ে যায় বার্সা। তবে রক্ষণের ভুলে ২ গোল হজম করে বসে কাতালান ক্লাবটি। কিন্তু প্রথমার্ধে শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভ্যালেন্সিয়ার গোলকিপার গিওর্গি মামার্দাশভিলি। ১০ জনের দলের বিপক্ষে আধিপত্য বিস্তার করে বার্সা। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিট ও ৮২ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন লেভা।আর ম্যাচের বাড়ানো সময়ে দারুণ ফ্রি কিক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক ও বার্সার সহজ জয় নিশ্চিত করে এই স্ট্রাইকার।
এ জয়ে ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে জিরোনাকে পেছনে ফেলে টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে জিরোনার পয়েন্ট ৭১। আর ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের আটে ভ্যালেন্সিয়া।