লোহিত সাগরে ভুলবশত নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমান এফ/এ-১৮ হর্নেটের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন, যদিও একজন আহত হয়েছেন। খবর আল আরাবিয়ার।
শনিবার সেন্টকমের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মার্কিন রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে ভুলক্রমে ছোড়া গাইডেড ক্ষেপণাস্ত্র তাদের নিজেদের যুদ্ধবিমানে আঘাত হানে। ভূপাতিত বিমানটি ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের ক্রুরা পরিচালনা করছিলেন।
এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র দাবি করে, ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ড সেন্টারে বিমান হামলা চালানো হয়েছে। তবে ভূপাতিত বিমানটি এই অভিযানে অংশ নিয়েছিল কি না, তা নিশ্চিত করা যায়নি।
সেন্টকম আরও জানায়, হুতিদের সামরিক কার্যক্রম ব্যাহত করতে এবং তাদের হামলার সক্ষমতা ধ্বংস করাই যুক্তরাষ্ট্রের হামলার উদ্দেশ্য ছিল। লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালী এবং এডেন উপসাগরে বাণিজ্যিক ও যুদ্ধজাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করাও এই অভিযানের অন্যতম লক্ষ্য।
আরএস//বিএন