শতাব্দীর ভয়াবহ সাইক্লোনে বিপর্যস্ত মায়োট দ্বীপপুঞ্জ
ভারত মহাসাগরে ফ্রান্সের অধীনস্থ মায়োট দ্বীপপুঞ্জে সাইক্লোন চিডোর আঘাতে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এখন পর্যন্ত শতাধিক মৃত্যুর খবর নিশ্চিত হলেও এই সংখ্যা কয়েকশ থেকে এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয় কর্মকর্তারা। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণ এখনো কঠিন।
ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত ৯০ বছরের মধ্যে মায়োটে আঘাত হানা সবচেয়ে বিধ্বংসী ঝড় এটি। ঘণ্টায় ২০০-২২৫ কিলোমিটার বেগে আঘাত হেনে সাইক্লোনটি শনিবার (১৪ ডিসেম্বর) দ্বীপটির বেশিরভাগ এলাকা লণ্ডভণ্ড করে দেয়। ঝড়ের প্রভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দ্বীপ, বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থাও।
শতাব্দীর ভয়াবহ সাইক্লোনে নিয়ে আরো পড়ুন
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দ্রুত উদ্ধার কার্যক্রমের নির্দেশ দেন। বর্তমানে কয়েকশ নিরাপত্তা বাহিনীর সদস্য উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তবে ঝড়ের ভয়াবহতায় মৃতদেহ উদ্ধার ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সময় লাগছে।
মায়োট দ্বীপটি আফ্রিকার পূর্ব উপকূল থেকে ৫০০ মাইল দূরে অবস্থিত। ১৮৪৩ সালে ফ্রান্সের উপনিবেশে পরিণত হওয়া এ দ্বীপপুঞ্জে প্রায় ৩ লাখ মানুষের বসবাস। এটি ফ্রান্সের দরিদ্রতম অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। সাইক্লোন চিডোর আঘাতে দ্বীপটির অবকাঠামো এবং জনজীবনে অভূতপূর্ব বিপর্যয় নেমে এসেছে। আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আরো খবর পড়ুন মৌলভীবাজারে বিজয় দিবস ।