বিশেষ প্রতিনিধি: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ বিষয়ে এখনো হাইকোর্টে কোনো রিট আবেদন করা হয়নি বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
রোববার (২৫ মে) বিকেলে গণমাধ্যমে প্রচারিত একাধিক সংবাদের প্রেক্ষিতে পাঠানো বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
ইশরাক জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি করপোরেশন আইনের আওতায় নির্ধারিত সময়ের মধ্যে শপথ আয়োজন না করায় বিষয়টি নিয়ে আইনি পরামর্শ চলছে। এখন পর্যন্ত কোনো রিট পিটিশন দাখিল বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আদালতে একটি প্রাথমিক এন্ট্রি করানো হয়েছে, যা মূলত প্রস্তুতির অংশ। এটি রিট নয়, কেবল একটি আনুষ্ঠানিক এন্ট্রি।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, শপথের দাবিতে হাইকোর্টে রিট করেছেন ইশরাক হোসেন। সেই দাবি নাকচ করে তিনি এই ব্যাখ্যা দেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হলেও নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ দাবি করে ইশরাক তা বাতিলের দাবি জানান এবং একই বছরের ৩ মার্চ আদালতে মামলা দায়ের করেন।
চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম সেই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।
তবে ১৪ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ একটি রিট দায়ের করে ইশরাকের শপথ বন্ধের আবেদন জানান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ও আইনি জটিলতার কারণ দেখিয়ে শপথের উদ্যোগ নেয়নি।
সবশেষে, গত ২২ মে হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং শপথ ঠেকানোর আবেদন জানিয়ে করা রিট খারিজ করে দেয়।