হঠাৎ ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালি দিলেন অভিনেত্রী পরিমণি। তার এমন আচরণে হতবাক সকলেই। গত রবিবার দুপুরে ফেসবুকে চিত্রনায়িকা পরীমণির একটি পোস্ট হঠাৎ করেই ভাইরাল হলো।
সেই পোস্টে তিনি লিখেছিলেন, “মিথ্যুক, ভণ্ড, প্রতারক, শুয়োরের বাচ্চাদের জন্যে সিনেমার পিছন মারা হচ্ছে। শবে বরাত এর দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিলো। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক”।
নির্মাতা চয়নিকা চৌধুরী অভিনেত্রীর পোস্টে একাত্মতা প্রকাশ করে লিখলেন, “খুব দু:খিত। ভয়ংকর ব্যাপার।এটা কোনও কথা নাকি? পরীমণি কি আর বলবো! সব শুনে আমি স্তম্ভিত।” আসল ঘটনা এখনো জানা যায়নি। তবে অনেকেই দুঃখপ্রকাশ করে যাচ্ছেন পরীমণির পোস্টে।
চিত্রনায়িকা পরিমণি ওটিটিতে কাজ করলেও, মা হওয়ার পর প্রথম পূর্ণদৈর্ঘ্য একটি সিনেমার কাজ শেষ করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘ডুডোর গল্প’। ২৯ ফেব্রুয়ারি শেষ হবে ছবিটির কাজ।