প্রখ্যাত ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, থার্টি ফার্স্ট নাইট কিংবা ওয়াজ মাহফিলের অজুহাতে শব্দ সন্ত্রাস সৃষ্টি করা মারাত্মক অন্যায়। মানুষের কষ্ট হয় এমন কাজ এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
শুক্রবার (৩ জানুয়ারি) যশোরের পুলেরহাটে আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ মাঠে তিন দিনের তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনের বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, যাচাই-বাছাই ছাড়া সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার সমাজে অপরাধ বৃদ্ধি করছে, যা বন্ধ করা জরুরি।
শায়খ আহমাদুল্লাহ বলেন, মুসলিম সমাজে মতবিরোধ ও অনৈক্য আজ বড় সমস্যা। কোরআন ও হাদিসের আলোকে ঐক্যবদ্ধ হওয়া ফরজ, যা নিশ্চিত করা গেলে মুসলমানদের বিরুদ্ধে কেউ সাহস করে অবস্থান নিতে পারত না। মৌলিক বিষয়ে মতপার্থক্য না থাকলে ছোটখাটো ভিন্নমতকে বাদ দিয়ে মুসলমানদের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
মাহফিল শেষে মাওলানা মিজানুর রহমান আজহারী বক্তব্য রাখবেন বলে আয়োজকরা জানান। এদিন প্রায় দশ লাখ মানুষের উপস্থিতি মাহফিল এলাকা এবং আশপাশের যশোর-বেনাপোল সড়কে জনারণ্য তৈরি করে।
আরএস//বিএন