ইউটিউব শর্টস ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনতে যাচ্ছে। আগামীতে ইউটিউব শর্টস এডিটরে পাঁচটি নতুন টুল যুক্ত করা হবে, যা ভিডিও নির্মাণের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে।
এই নতুন টুলগুলোর মাধ্যমে নির্মাতারা সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে গান, সুর এবং বার্তা যুক্ত করতে পারবেন। এর ফলে তারা দ্রুত গানের তালে তাল মিলিয়ে ভিডিও তৈরি করতে সক্ষম হবেন।
এছাড়া, শর্টস ভিডিওর টেমপ্লেটে ছবি এবং ভিজ্যুয়াল ইফেক্ট যুক্ত করার সুযোগও থাকবে। ফোনের গ্যালারি থেকে ছবি সংগ্রহ করা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে কাস্টম স্টিকার তৈরি করা যাবে। ফলে, নির্মাতারা নিজেরাই দ্রুত ভালো মানের মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন, কোনও অন্যের সাহায্য ছাড়াই।
যদিও ইউটিউব এখনও এই টুলগুলো কবে নাগাদ চালু করবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সূচি প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে, শিগগিরই এসব টুল পর্যায়ক্রমে উন্মুক্ত হবে।