বিজয়ের মাস উৎযাপন উপলক্ষে মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে পালিত হয়েছে শহিদদের জন্য আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখাপাড়া এলাকার ওয়ালিউল্লাহ-আল মুকাদ্দাস মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনটির সভাপতি এইচ এম আবু মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারী মাহমুদুল হাসান।
সভাপতির বক্তব্যে এইচ এম আবু মুসা বলেন, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস গোপন করে তারা নিজেদের মতো করে ইতিহাস রচনা করেছিলো, স্বাধীনতাকে তারা এক দলীয় বানিয়ে নিয়েছিলো। এখন সময় এসেছে জাতির সম্মুখে সত্যকে তুলে ধরার। তাই আপনাদের সত্য ইতিহাস পড়তে হবে। এছাড়াও তিনি স্বাধীনতার মুল চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। এসময় স্বাধীনতা যুদ্ধ ও জুলাই বিপ্লবের শহিদের জন্য দোয়া কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুস্তাফিজুর রহমান বলেন, দেশ ও ইসলামকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। অব্যাহত ষড়যন্ত্র রুখে দিতে জাতিকে আজ ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সোচ্চার থাকতে হবে।
তামিম//বিএন