বেরোবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাত করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের দ্বায়িত্ব প্রাপ্ত আন্দোলনের দুই সমন্বয় আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামও থাকবেন তার সঙ্গে।
শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠক শেষে এ কথা জানান উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান।
প্রসঙ্গত,কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ।১৬ জুলাই নিরস্ত্র আবু সাঈদকে গুলি করে হত্যা করে পুলিশ।শহীদ আবু সাঈদকে নির্মম ভাবে গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পরলে সারা দেশে আন্দোলন জোরদার হয়।আন্তর্জাতিক মিডিয়া গুলোও সরব ছিলো আবু সাঈদ হত্যার বিরুদ্ধে।আন্দোলনকারীদের বিপ্লব,সাহসীকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সমাদৃত শহীদ আবু সাঈদ। দেশে অবতরণের পরপরই শহীদ আবু সাঈদকে নিয়ে অনেক্ষন আবেগঘন বক্তব্য দিয়েছিলেন ড.মোহাম্মদ ইউনুস।