আলফা আই নামে একটি প্রতিষ্ঠান থেকে নির্মিত সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল নাটকের অভিনেতা আফরান নিশোর। সঙ্গে জুড়েছিল চরকি নামে একটি ওটিট প্ল্যাটফর্ম। গত বছর ঈদে মুক্তি প্রাপ্ত ‘সুড়ঙ্গ’ নামের সেই সিনেমা দিয়ে প্রমাণ করেছেন, বড় পর্দার জন্যও তিনি ফিট।
ইতিমধ্যে জানা গেল একই প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানকে নিয়ে বানাচ্ছেন ‘তুফান’ নামে একটি সিনেমা। এই সিনেমা নিয়ে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে, ঠিক একই সময় জানা গেছে আলফা আই ও এসভিএফ বাংলাদেশে যৌথভাবে একটি প্রতিষ্ঠান খুলেছে। যে প্রতিষ্ঠান থেকে দুটি সিনেমা নির্মাণের ঘোষণাও দেওয়া হয়েছে ইতোমধ্যে। এ দুটি সিনেমার নায়ক আফরান নিশো।
বিষয়টি নিয়ে এরইমধ্যে সিনেপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে। যে প্রতিষ্ঠান থেকে শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের সিনেমা নির্মিত হচ্ছে, এবং অনেকের মতে শাকিব খানও এ মুহূর্তে বাংলা সিনেমার বড় ভরসার নাম, সেখানে তার সঙ্গে নতুন সিনেমার চুক্তি না করে কেন নিশোকে নেওয়া হলো? এটাকে অনেকেই শাকিব আউট, নিশো ইন বলেও মন্তব্য করেছেন।