টিজারেই বোঝা গিয়েছিল, শাকিব খান ও ইধিকা পালের রসায়ন বেশ জমেছে। আজ সন্ধ্যায় প্রকাশিত পুরো গানে সেটি আরও স্পষ্ট হয়েছে। ‘প্রিয়তমা’ জুটির নতুন ফিরে আসায় ভক্তরা উচ্ছ্বসিত, আর ‘বরবাদ’-এর প্রথম গান ‘দ্বিধা’ প্রশংসায় ভাসছে।
নির্ধারিত সময় অনুযায়ী আজ সন্ধ্যা ৭টায় মুক্তি পেয়েছে শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘বরবাদ’-এর প্রথম গান ‘দ্বিধা’। গানটি উন্মুক্ত করা হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন ও প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে।
গানটিতে উঠে এসেছে শাকিব খান ও ইধিকা পালের রোমান্স। ইনামুল তাহসীনের কথায় তৈরি এই গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। ছবিটি পরিচালনা করেছেন মেহেদি হাসান।
গানটির শুরুতেই দেখা যায়, একটি অফিস কক্ষে প্রবেশ করেন শাকিব খান, সঙ্গে রয়েছে তার দলবল। তারা কি কোনো হাঙ্গামা করতে এসেছেন? তবে মুহূর্তেই গল্প মোড় নেয় ভিন্ন দিকে, কারণ শাকিব হঠাৎ চমকে যান ইধিকাকে দেখে। ফাইল হাতে আটপৌরে পোশাকে থাকা ইধিকাকে দেখেই শাকিব যেন হারিয়ে যান কল্পনার জগতে। এরপর বাস্তবে ফিরে আসলেও, সেখানে তো ইধিকা রয়েছেই!
গানের কথাগুলো বেশ আবেগঘন— “কখনো রোদ তুমি, কখনো জোছনা/ তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না”। গানটির কথা, সুর, প্রীতম হাসানের গায়কি এবং শাকিব-ইধিকার উপস্থিতি দর্শকদের মন কেড়েছে।
একজন ভক্ত ইউটিউবের মন্তব্যে লিখেছেন, “যদি ভালোবাসা এত সহজ হতো, তাহলে কি ‘দ্বিধা’র জন্ম হতো…? অসাধারণ!”
গত বছর মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমাতেও শাকিব খানের লিপে ও প্রীতম হাসানের কণ্ঠে একটি গান সুপারহিট হয়েছিল। সেই তুলনায় অনেক দর্শক বলছেন, ‘শাকিব-প্রীতম মানেই হিট জুটি’!
‘বরবাদ’ সিনেমাটি পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।