সম্প্রতি ফাঁস হয়েছে শাকিব খানের গোপন এক ছবি, যা দেখে রীতিমতো অবাক শাকিবের ভক্ত দর্শকেরা। ছবিতে দেখা যাচ্ছে কালো গেঞ্জি,কালো প্যান্ট, মুখ ভর্তি দাঁড়ি আর মাথা ভর্তি লম্বা চুল। তাকে দেখে মনে হচ্ছে সে যেন নব্বই দশকের বড় মাপের একজন গ্যাংস্টার।
জানা যায়,এই মুহূর্তে ভারতে চলছে শাকিব খান অভিনীত বিগ বাজেটের মুভি ‘তুফান’ এর শুটিং। তুফান সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বই দশকের একজন বড় মাপের দূরদর্শ মাফিয়া চরিত্রে।ভাইরাল হওয়া ছবিটি দেখেই অনুমান করা যায় বিশাল ধামাকা নিয়ে হাজির হতে চলেছেন দুই বাংলার সুপারস্টার শাকিব খান। শাকিবের দূরদর্শ এই লুক দেখে তার নিন্দুকেরাও প্রশংসা করতে বাধ্য হয়েছেন।
আরোও জানা যায়,তুফান সিনেমায় থাকছে বিশাল সব চমক যা এর আগে কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি । এই সিনেমায় অভিনয় করবেন বাংলাদেশের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু এবং চঞ্চল চৌধুরির মতো বড় বড় সব অভিনেতা। তাছাড়া গুঞ্জন রয়েছে শাকিব খানের তুফান সিনেমার প্রধান খলনায়কের চরিত্রে থাকবেন বলিউড টলিউড এর জনপ্রিয় অভিনেতা যীশু সেন গুপ্ত।