অবশেষে প্রকাশ পেলো শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’-এর টিজার, যা প্রকাশের পর থেকেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে।
রোববার (১৮ মে) নির্মাতা রায়হান রাফি তার ফেসবুক পেজে টিজারটি শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। একইসঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীও টিজারটি শেয়ার করে শাকিব খানকে উদ্দেশ করে এক আবেগঘন বার্তা দিয়েছেন।
শাকিব খান টিজার শেয়ার করে ক্যাপশনে লেখেন, “সিনেমার ভূমিকম্প শুরু হচ্ছে! বিশৃঙ্খলার এক নতুন রূপ আসছে পর্দায়। বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস এখানে!”
তিনি আরও জানান, আসন্ন ঈদুল আজহায় ‘তাণ্ডব’ মুক্তি পাবে এবং সবাইকে নিজ নিজ এলাকার প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগের আহ্বান জানান।
অন্যদিকে বুবলী টিজার শেয়ার করে লেখেন, “আরেকটি ঘূর্ণিঝড় আসছে,”—সঙ্গে শাকিবের নাম লিখে একটি ভালোবাসার ইমোজিও যোগ করেন, যা ভক্তদের মধ্যে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
প্রকাশিত টিজারে দেখা যায়, মুখোশ পরা একটি সংঘবদ্ধ দল একটি ভবনে ঢুকে লোকজনকে জিম্মি করে। ধারণা করা হচ্ছে, সেটি একটি টেলিভিশন চ্যানেল। এর পরেই শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে টান টান সংঘর্ষ। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসে একটি ভয়াবহ সতর্কবার্তা—“তাণ্ডব আসছে”—এবং সবাইকে ঘরে থাকার নির্দেশ।
টিজারের এক পর্যায়ে মুখোশ খুলে ফেলেন শাকিব খান, যিনি গ্যাংটির নেতা। সেই সঙ্গে এক ঝলকে দেখা যায় অভিনেত্রী জয়া আহসানকে, যিনি সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি প্রকাশের পরপরই শাকিব খান ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা গেছে। দর্শকদের প্রতিক্রিয়ায় স্পষ্ট, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সিনেমাটি হলে দেখার জন্য।
উল্লেখ্য, ‘তাণ্ডব’ সিনেমার গল্প এগিয়ে যাবে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনার প্রেক্ষাপটে। এটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। রায়হান রাফি ও আদনান আদিব খানের যৌথ চিত্রনাট্যে নির্মিত এই সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শরিফুল রাজকে দেখা যাবে ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে।