নানা চমকে ঠাসা ঈদে মুক্তি পেতে যাওয়া শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’সিনেমাটি। তবে তবে এবার আরও একটি চমক নিয়ে আসছে সিনেপ্রেমীদের কাছে।
একাধিক সংবাদমাধ্যম অনুযায়ী জানা গেছে, ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ইতোমধ্যে মাহিয়া মাহির অংশের শুটিং শেষ হয়েছে বলেও ঘনিষ্ঠসূত্রে জানা গেছে। তবে সিনেমা সংশ্লিষ্ট কেউই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজী নন।
সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ শুরু থেকেই ‘রাজকুমার’ সিনেমা নিয়ে বেশ কিছু চমকের অপেক্ষা করতে বলেছেন। মাহিও সেই চমকেরই একটি অংশ হবেন বলে ধারণা করা হচ্ছে।