যেকোনো রাজনৈতিক দলের ব্যানারে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। বুধবার (৬ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলাহয়, জুলাই বিপ্লবোত্তর পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত শাবিপ্রবি ক্যাম্পাসে দলীয় ব্যানারে কোন ধরনের কার্যক্রম পালন না করার জন্য বলা হলো। কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
এর আগে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেআইনি ও সহিংসভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা হামলা করেছেন তাদেরকে চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে ৭ সদস্যবিশিষ্ট একটি ‘তথ্যানুসন্ধান’ কমিটি গঠন করেছে শাবিপ্রবি প্রশাসন।