শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দলীয় ব্যানারে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় ক্যাম্পাসের বাইরে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের আয়োজনে প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন পিডিবি চত্বরে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এতে দপ্তর সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এম এ রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অলিউজ্জামান সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্ধারিত স্থানে অনুষ্ঠান হতে না পারার পেছনে বিশেষ মহলের ষড়যন্ত্র রয়েছে, তবে তারা সফল হবে না। জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের মতো সব চ্যালেঞ্জ দৃঢ়ভাবে মোকাবিলা করবে। তিনি জানান, কর্মীসভায় যোগ্য নেতৃত্ব বাছাই করা হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান, যাতে সাধারণ শিক্ষার্থীরা তাদের ওপর আস্থা রাখতে পারে।
সভায় প্রধান বক্তা হিসাবে কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল আমিনুল বলেন, আমরা এখনও পুরোপুরি মুক্তি লাভ করতে পারিনাই। আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। দল ও দেশের প্রশ্নে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সজাগ দৃষ্টি রাখতে হবে যেন কোন ষড়যন্ত্রকারীরা যাতে সফল হতে না পারে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হান্নান তালুকদার, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ প্রমুখ। এছাড়াও আরও বক্তব্য দেন ছাত্রদল নেতা জোবায়ের, মোস্তাক আহমেদ কয়েস, মুফাসসির, নাজমুস সাকিব, জহিরুল ইসলাম প্রমুখ। কর্মীসভায় প্রায় তিনশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৬ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ব্যানারে আপাতত রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ।
আরইউএস