সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
ফলাফলে দেখা গেছে, ১০০ নম্বরের পরীক্ষায় এ ইউনিটের (বিজ্ঞান শাখা) সর্বোচ্চ নম্বর উঠেছে ৯২.৮। তবে ভর্তি কমিটি পাসের হার সম্পর্কে কোনো তথ্য জানায়নি।
ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রতিটি পরীক্ষার্থীর ফল তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদেবার্তার (SMS) মাধ্যমে পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকেও ফলাফল ডাউনলোড করতে পারবেন।
ফলাফল প্রকাশের পর তালিকায় একাধিক রোল নম্বর ও পাস র্যাঙ্ক দুইবার থাকার বিষয়টি নজরে এসেছে, যা শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। উদাহরণ হিসেবে দেখা গেছে, এ ইউনিটের পাস করা তালিকায় ২১০৫৫৪৯ রোল নম্বরটি ও পাসের র্যাঙ্ক ৪৮৭০ দুইবার রয়েছে। এমন অন্তত দশটির বেশি ভুল পাওয়া গেছে, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রশ্ন উঠেছে।
একজন অভিভাবক সঞ্জয় সরকার মন্তব্য করেছেন, ‘ভাই, একটু দেখবেন ২১২৫০২৬ রোল নম্বরটা দুবার দেওয়া হয়েছে, কিন্তু আমার ভাইয়ের রোল নম্বর ২১২৫০২৭। এমনটা কেন হলো?’
এ ছাড়া, ফল প্রকাশের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার অভিযোগ করেছেন অনেকেই। শিহাব উদ্দিন নামে একজন পরীক্ষার্থী লিখেছেন, ‘সার্ভার ডাউন ভাই, সন্ধ্যা ৭টা থেকে চেষ্টা করছি, ৯টা পর্যন্তও ঢুকতে পারিনি।’
ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রাত ১০টার দিকে জানিয়েছেন, **‘এটি মূল র্যাঙ্কিং তালিকায় কোনো পরিবর্তন আনবে না, এটি টাইপিংয়ের ভুল। সংশোধন করে আপলোড করা হচ্ছে।’
প্রকাশিত ফলাফলে দেখা গেছে:
– এ-১ ইউনিট (বিজ্ঞান): সর্বোচ্চ নম্বর ৯২.৮
– বি ইউনিট (বিজ্ঞান): সর্বোচ্চ নম্বর ৮১.৬
– মানবিক শাখা: সর্বোচ্চ নম্বর ৮৫
– বাণিজ্য শাখা: সর্বোচ্চ নম্বর ৭৫
– এ-২ (আর্কিটেকচার বিভাগ, ১৩০ নম্বরের পরীক্ষা): সর্বোচ্চ নম্বর ১০১.২০
চার বছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পর এবার নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে শাবিপ্রবি। গত ২৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও যশোর) পরীক্ষা অনুষ্ঠিত হয়।