রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকায় এক মুদি দোকানিকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত রুহুল আমিন (৫৫) নামে ওই দোকানির দুই হাতের রগ কর্তনসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন।
রুহুল আমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি বর্তমানে শান্তিবাগ পানির পাম্প সংলগ্ন একটি পাঁচতলা ভবনে বসবাস করেন। ওই ভবনের নিচ তলায় তার মুদি দোকান রয়েছে।
আহত দোকানির শ্যালক আমানউল্লাহ জানান, শান্তিবাগ পানির পাম্প সংলগ্ন বাসার নিচ তলায় রুহুল আমিনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আজ রবিবার সকাল ৬টার দিকে দোকান খোলার পরপরই দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করে তাকে জিম্মি করে। এরপর তার চোখ বেঁধে ধারালো ছুরি দিয়ে তার দুই হাতের রগ কেটে দেয় এবং পায়ে, বুকে ও শরীরের অন্যান্য স্থানে গুরুতর জখম করে।
আমানউল্লাহ আরও বলেন, আমরা খবর পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা গুরুতর।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত ও ক্ষুব্ধ। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।