শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ
রাজধানীর শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জন শিক্ষকের দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন, “আমরা মেধার ভিত্তিতে নির্বাচন হয়েছি এবং পুলিশ ভেরিফাই করে নিয়োগ দিয়েছে, তাহলে কেন আমাদের আন্দোলন করতে হচ্ছে?”
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর শাহবাগ মোড়ে প্রতিবাদকারীরা অবরোধ রচনা করেন। এরপর পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করতে চায়। অভিযোগ উঠেছে, বেশ কয়েকজন শিক্ষককে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাহবাগ মোড়ে প্রতিবাদকারীদের ঘিরে রেখেছেন।
আন্দোলনরত শিক্ষকরা দাবি করেন, “আমরা সাত দিন ধরে যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছি। আমাদের দাবি মেনে নেয়া উচিত, কারণ আমরা দেশের নাগরিক হিসেবে ছাত্রদের পাশে থেকেছি। কিন্তু এখন কেন আমাদের পাশে ছাত্র প্রতিনিধি নেই?”
গত কয়েকদিন ধরে নিয়োগ পুনর্বহালের দাবিতে শিক্ষকদের আন্দোলন চলছিল; পূর্বেও সড়ক অবরোধে মিলিত হয়ে প্রতিবাদ করার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান প্রয়োগ করেছিল।
এছাড়া, সোমবার (১১ ফেব্রুয়ারি) পুলিশি নির্যাতনের পর মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠকে মিলিত হয়। সরকারের পক্ষ থেকে তাঁদের নিয়োগের ব্যবস্থা নিতে আদালতে আপিল করা হয়েছে এবং কাউকে নিয়োগ থেকে বাদ দেওয়া হবে না। তবে উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প নিয়েছেন।