বলিউড সুপারস্টার শাহরুখ খানের নায়িকা হয়েই সিনেমায় অভিষেক করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এরপর তারা বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছিলেন। হয়েছেন সফলও। এবার চমকপ্রদ খবর হলো, সম্প্রতি ভারতের সেরা ১০০ তারকার নামের তালিকা প্রকাশ করেছে আইএমডিবি । সেই তালিকায় শাহরুখ খান-কে ছাপিয়ে গেলেন এই অভিনেত্রী।
আইএমডিবি এর লিস্টে দেখা যায়, সবার উপরে রয়েছেন দীপিকা পাড়ুকোন। তাঁর ঠিক পরেই আছেন শাহরুখ খান। এই সেরা ভারতীয় তারকাদের লিস্ট করা হয় বিশ্বজুড়ে আইএমডিবি এর মাসিক পেজ ভিউজ অনুযায়ী যা মাসে ২৫০ মিলিয়ন ছাড়িয়ে যায়।
দীপিকা বলেন, আমি ভীষণ কৃতজ্ঞ এই লিস্টে থাকতে পেরে। এখানে বিশ্বের দর্শকদের সেন্টিমেন্ট ধরা পড়েছে। মানুষের সত্যিকারের পছন্দ এবং আগ্রহের কথা এখানে ধরা পড়ে। এই রেকগনিশন সত্যিই সম্মানের এবং এটি আমায় আগামীতে আরও অনুপ্রেরণা জোগাবে ভালো ভালো কাজ করার জন্য।