ইতোমধ্যেই বলিউডে অভিষেক হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খানের। নতুন ক্যারিয়ারে বেশ ভালোই ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে সমালোচনা যেন কোনভাবেই পিছু ছাড়ছে না তার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পছন্দের মুহূর্ত গুলোর শেয়ার করা ছবি-ভিডিও নিয়ে মাঝে মধ্যেই ট্রলের শিকার হতে হয় তাকে। সম্প্রতি নতুন একটি ভিডিও নিয়ে আবারও সমালোচনা ও ট্রলের শিকার হলেন তিনি।
ভিডিওতে দেখা যায় সুহানা স্নান করছেন। এ সময় বাথটাবে সময় উপভোগ করতে দেখা গেছে তাকে। এরপর মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অনেকেই নেতিবাচক মন্তব্য করতে থাকেন। ভিডিওটি একটি বিউটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ছিল। রমজানে এমন ভিডিও পোস্ট করায় কটাক্ষের শিকারও হচ্ছেন তিনি।