বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বুধবার (২১ মে) শিক্ষক ও কর্মচারীরা সচিবালয় পর্যন্ত লংমার্চ করবেন। বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
তিনি জানান, দীর্ঘ ২১ বছর পর শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব আসলেও তা মাত্র ২৫ শতাংশ, যা তারা মেনে নিতে নারাজ। শিক্ষক-কর্মচারীরা ১০০ শতাংশ বৃদ্ধি এবং সরকারি চাকরিজীবীদের মতো বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা চায়।
শেখ কাওছার আহমেদ আরও বলেন, “আমাদের সব দাবির পূরণ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান,জাতীয়করণের মাধ্যমে সম্ভব। কিন্তু কোনো সরকারই আমাদের কষ্ট লাঘবে সঠিক পদক্ষেপ নেয়নি। তাই দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষক-কর্মচারীরা ঢাকায় এসে এই প্রতিবাদে অংশ নেবেন।”
তবে এই লংমার্চের পরেও দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের প্রস্তুতি রয়েছে বলে তিনি জানিয়েছেন।