ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে আবাসিক হলের সিট নবায়নকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর কলেজ এবং হল বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (১২ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ। তিনি জানান, “পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী তিন দিন কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সোমবারের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
রবিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হলের সিট নবায়ন নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।