গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে দুই হেবিওয়েট প্রার্থী মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ আক্তারের সঙ্গে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিনেতা শ্রাবণ শাহ। নির্বাচনে তিনি ভোট পেয়েছেন মাত্র একটি।
শোনা যাচ্ছে, শ্রাবণ নিজের ভোটটি দিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী অভিনেতা ডিপজলকে। সেক্ষেত্রে কোনো একজন শুভাকাঙ্খী ভোটের মাধ্যমে শ্রাবণকে সমর্থন দিয়েছেন। তবে এর কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকায় সবাই মনে করছেন, নিজের ভোটটিই পেয়েছেন তিনি।
অভিনেতা শ্রাবণ শাহা সর্বশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘তোকে ভালোবাসতেই হবে’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘দাবাং’, ‘অশান্ত মেয়ে’।