আগামীকাল ১৯ এপ্রিল বিএফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদি নির্বাচন। ঈদের পর নির্বাচনের শেষ সময়ে প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে এফডিসি। ২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে মোট ৪৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।
তবে এবার নির্বাচনের আগেই বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে প্যানেলগুলোর মধ্যে। শুধু তাই নয়, এরমধ্যেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক জনপ্রিয় শিল্পী।
জানা যায়, আগামীকাল সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হবে শিল্পী সমিতির কার্যালয়ে। মধ্যাহ্নবিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোট। গণনা শেষে ওই দিনই ফলাফল প্রকাশ করা হবে।