রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনার সময় অজ্ঞান করার পর শিশু আয়ান আহমেদের মৃত্যুতে চিকিৎসক এবং অ্যানেসথেসিওলজিস্টের দায়িত্বহীনতার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুসারে, চিকিৎসক তাসনুভা মাহজাবিন এবং অ্যানেসথেসিওলজিস্ট সৈয়দ সাব্বির আহমেদের অবহেলার বিষয়টি উঠে এসেছে। কমিটি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে।
এছাড়া হাসপাতালটির অনুমোদনবিহীন কার্যক্রম বন্ধ করার সুপারিশ এবং আয়ানের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাবও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ প্রতিবেদন শনিবার (২৫ জানুয়ারি) হাইকোর্টে পাঠানো হয়, এবং রবিবার (২৬ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে শুনানির কথা রয়েছে।
২০২৩ সালের ৩০ ডিসেম্বর আয়ানের সুন্নতে খৎনা করার সময় তাকে অ্যানেসথেসিয়া দিয়ে অজ্ঞান করা হলে, তার আর জ্ঞান ফেরেনি। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় আয়ানের বাবা শামীম আহমেদ বাড্ডা থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্টের নির্দেশে একটি নতুন তদন্ত কমিটি গঠন করা হয়, যার চেয়ারম্যান ছিলেন সোহওয়ার্দী হাসপাতালের অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম। কমিটি দীর্ঘ দেরির পরও প্রতিবেদন জমা না দিলে, ২০২৫ সালের ১২ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের চূড়ান্ত নির্দেশ দেয় হাইকোর্ট। নতুন প্রতিবেদনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ ও অনিয়ম বন্ধে আরও পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।
আরইউএস