চলতি বছর টলিউডে নাম লিখিয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। বাংলাদেশি পরিচালক রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক’ ছবির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক হচ্ছে এই অভিনেত্রীর। ‘ফ্ল্যাশব্যাক’ ছবির শুটিং শেষ করে এরই মধ্যে দেশে ফিরেছেন এ অভিনেত্রী।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন।
ভিডিওতে দেখা যায়, নায়িকাকে ঘিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। ভিডিওটির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘সবার জন্য ভালোবাসা, সিনেমার শুটিং চলছে। তবে কোন সিনেমার শুটিং হচ্ছে তা জানাননি এই অভিনেত্রী।
এর আগে ৭ ফেব্রুয়ারিও বুবলী একটি ভিডিও পোস্ট করেন। সেখানে শুটিং স্পটে অনেক মানুষকে দেখা যায়। শুধুমাত্র প্রিয় নায়িকা বুবলীকে একনজর সামনে থেকে দেখতে ভিড় করেছেন তারা।