সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ দল। রোববার (২০ এপ্রিল) ম্যাচের শুরুতে মাত্র ৩২ রানেই সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও শাদমান ইসলাম।
প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান। ক্রিজে রয়েছেন মমিনুল হক (১৪ বলে ২ রান) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২ বলে ০ রান)।
মাহমুদুল জয় ৩৫ বলে ২টি চার মেরে ১৪ রান ও শাদমান ২৩ বলে একটি চারে ১২ রান করে আউট হন। দুজনই শুরুতে ধৈর্যের পরিচয় দিলেও নবম ওভারে ভিক্টর নিয়াউচির বলে ড্রাইভ খেলতে গিয়ে গালিতে ক্যাচ দেন শাদমান।
এর ঠিক এক ওভার পর নিয়াউচির আরেকটি বল উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন জয়।
এ টেস্ট সিরিজটি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের আগে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে।
উল্লেখযোগ্য, এর আগে টেস্টে দুই দলের মধ্যে ১৮ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৮টি ও জিম্বাবুয়ে ৭টি। বাকি ৩টি ম্যাচ ড্র হয়েছিল।