সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ইফতার অনুষ্ঠানে নিষেধাজ্ঞা এবং পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার (১২ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে গণ-ইফতার কর্মসূচির আয়োজন করেছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই আয়োজন করেন।
বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, এটা বাঙালির মুসলিম সংস্কৃতি নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত। কোন এক অদৃশ্য শক্তি কাজ করছে। এ সিদ্ধান্ত আমরা মানি না। আমাদের প্রধানমন্ত্রী ধর্মপ্রাণ মুসলিম। তার বক্তব্য অতিরঞ্জিত ভাবে ব্যবহার করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।
জানা যায়, ইতিমধ্যেই শিক্ষার্থীরা বিভিন্ন ব্যাচে একত্রিত হয়ে ইফতার আয়োজনের প্রস্তুতি শুরু করেছেন।
মাকতুম আল মুমিত
শেকৃবি প্রতিনিধি