শেখ মুজিবের ছবি থাকায় ঈদে নতুন নোট বিনিময় স্থগিত
প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট বিনিময়ের কথা থাকলেও হঠাৎ করেই তা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কিছু পক্ষ আপত্তি তুলেছে, যার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকগুলোর শাখায় গচ্ছিত ফ্রেশ নোটগুলো বিনিময় না করে সংরক্ষণ করতে হবে এবং নগদ লেনদেন পুনঃপ্রচলনযোগ্য নোটের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।
এর আগে, ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, ১৯ মার্চ থেকে নতুন নোট বিনিময় কার্যক্রম শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলবে। বাংলাদেশ ব্যাংকসহ নির্ধারিত কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে হঠাৎ করেই এই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো।