মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল প্রশাসন গত ০৭ জানুয়ারি পরিসংখ্যান বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হল চত্বরে প্রবেশ এবং ত্রিসীমানায় অবস্থান নিষিদ্ধ ঘোষণা করেছিল।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অবশেষে ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের সাথে শেখ রাসেল হল প্রশাসনের একটি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার ভিত্তিতে পূর্বে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
হল প্রশাসন জানিয়েছে, তারা আশা করে ভবিষ্যতে ওই শিক্ষার্থী কিংবা অন্য কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে না। একইসঙ্গে, তারা শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে শিক্ষার্থীদের নিকট সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে হল প্রশাসন।