আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৯৭৫ সালের ৩০ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার বাবা শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধুর রাজনীতিতে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা করেছেন শেখ লুৎফর রহমান।
শেখ লুৎফর রহমানের বাবার নাম ছিলেন শেখ আবদুল হামিদ। শেখ লুৎফর রহমান তার কর্মজীবন শুরু করেন ব্রিটিশ ভারতবর্ষে গোপালগঞ্জ দেওয়ানি আদালতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তার তৃতীয় সন্তান।