বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জানিয়েছেন, শেখ হাসিনাকে পুনর্বহালের যেকোনো ষড়যন্ত্র দলটি প্রত্যাখ্যান করবে। একইসঙ্গে তিনি শেখ হাসিনা ও তার পরিবারের আর্থিক দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক প্রশ্ন করেন, “সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অপরাধীদের এখনো কেন গ্রেপ্তার করা হয়নি? শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীরা এখনো কীভাবে সচিবালয়ে কাজ চালিয়ে যাচ্ছে?”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতা দখলের জন্য রাজনীতি করে না। সুষ্ঠু নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণা করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। রমজানে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম যেন না বাড়ে, সে বিষয়েও পদক্ষেপ নিতে হবে।”
এ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ বলেন, “দেশ থেকে শেখ হাসিনার সমর্থকদের বিদায় করতে হবে। ৫৩ বছরের ইতিহাসে সচিবালয়ে এমন অগ্নিকাণ্ডের নজির নেই। জনগণের মালিকানা ফেরাতে অবাধ নির্বাচন প্রয়োজন।”
তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশের জনগণ ন্যায়ের পক্ষে এবং বিদেশি প্রভাব থেকে মুক্ত একটি দেশ চায়।”
আরএস