সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সামনে আসার পর তার দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পুনর্মূল্যায়ন করছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)। বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছে ক্যানবেরা টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৯ সালে শেখ হাসিনাকে আইন বিষয়ে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছিল এএনইউ। তবে সাম্প্রতিক বিতর্ক ও অভিযোগের পর বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি প্রদান কমিটি এখন তা বাতিলের বিষয়টি পর্যালোচনা করছে। যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি, প্রক্রিয়াটি চলছে।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর আগেই গত বছরের জুলাই-আগস্ট মাসে ব্যাপক ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করে প্রতিবেশী ভারতে চলে যান। পরে অক্টোবর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, হত্যাকাণ্ড ও গুমসহ একাধিক অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এছাড়া প্রতিবেদন অনুযায়ী, আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে এক হাজারের বেশি মানুষের প্রাণহানির অভিযোগ উঠেছে। হিউম্যান রাইটস ওয়াচের মতে, বিক্ষোভকারীদের দমন করতে শেখ হাসিনার অধীন সেনাবাহিনীকে ‘দেখামাত্র গুলি’র আদেশ দেয়া হয়েছিল। সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে পদক্ষেপ নিতে এবং জবাবদিহি নিশ্চিত করতে আহ্বান জানায়।
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। এর ফলে, তাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার আইনি পথ তৈরি হতে পারে।
ক্যানবেরা টাইমস আরও জানায়, শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল হলে এটি এএনইউর ইতিহাসে একটি নজিরবিহীন পদক্ষেপ হবে। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, ‘এমন সিদ্ধান্ত আগে কখনো নেয়া হয়নি, তবে আমরা এখন একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি মূল্যায়ন করছি।’