কারাগারে আটক অবস্থায় নিজের ফেসবুক একাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। “শেখ হাসিনার হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি” বলে তার ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন তিনি। তবে তার ফেসবুক প্রোফাইলটি হ্যাক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজ রবিবার (৩ ফেব্রুয়ারী) বিকেল ৫:৩০ নাগাদ তার ফেসবুক একাউন্টে এই পোস্ট করেন তিনি।
তিনি বলেন, “শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই।”
এছাড়াও, ফারুক খান দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযানের ওপর জোর দিয়ে বলেন, “দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না।”
উল্লেখ্য, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে ২০২৪ সালের ১৪ অক্টোবর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গ্রেপ্তার করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
বিএন