বগুড়ার শেরপুরের মেরিডিয়ান একাডেমি কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের সভাপতি ও শেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কে এম মাহবুবুর রহমান হারেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের গণিতের শিক্ষক মো. নাজির উদ্দিন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. আমজাদ হোসেন।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রেহমান সোহান সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অত্র কোচিংয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেরিডিয়ান একাডেমির পরিচালক আসাদুল ইসলাম রাজু
উক্ত অনুষ্ঠানে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মডেল টেস্টের ফলাফল, মডেল টেস্টে ভালো ফলাফল অর্জনকারীদের পুরস্কার প্রদান এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।এস এম নাফিউল ইসলাম সাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটে ৩৯৭ তম এবং বিউপিতে ২০৪ তম হওয়ায় এবং মো. সাজিদুর রহমান শওকত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কে এম মাহবুবুর রহমান হারেজ বলেন,তোমাদের মা-বাবা অনেক কষ্ট করে তোমাদের পড়াশোনার খরচ যোগায়।তোমাদেরকে ভালোভাবে পড়াশোনা করে মা-বাবার কষ্টকে মূল্যায়িত করতে হবে। আর ভালো পড়াশোনার মানদণ্ড ভালো ফলাফল। তোমরা তোমাদের জীবনের প্রথমবারের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছো।পরীক্ষার কেন্দ্রে গিয়ে কোনো ভাবে ঘাবড়ে যাবে না।কেন্দ্রের শিক্ষক,বাহিরে অবস্থানরত পুলিশবাহিনীর সদস্য বৃন্দ,পরিদর্শন করা ম্যাজিস্ট্রেটের বিজ্ঞ আদালত, শিক্ষা অফিসার সবাই তোমাদের পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার কাজে নিয়োজিত থাকবেন।
তোমরা সুন্দর প্রস্তুতির মাধ্যমে তোমাদের পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করবে এই দোয়া করি।তোমরা ভালো ফলাফল অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করো,মেরিডিয়ানের সুনাম অক্ষুণ্ণ রাখো।দেশের জন্য নিজেদের আত্মনিয়োগ করো।
সভাপতি তার বক্তব্যে বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ কর্ণধার।তোমরাই ভবিষ্যতে একটা সময়ে দেশের হাল ধরবে।সেজন্য এখন থেকেই তোমাদের যোগ্যভাবে গড়ে উঠতে হবে। আমরা মেরিডিয়ান পরিবার সবসময়ই তোমাদেরকে সঠিক নির্দেশনা প্রদানের চেষ্টা করেছি।আশা রাখছি ভালো ভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করবে।মেরিডিয়ান একাডেমি সবসময় তোমাদের ভালো কিছু প্রত্যাশা করে।নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলে দেশ বিনির্মানের গর্বিত অংশীদার হও।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম ইসলাম সংগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন আহমেদ