১৫ আগস্টের শোক দিবস পালন উপলক্ষে ভারত থেকে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
সোমবার (১২ আগস্ট) রাতে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঙ্গে ফোনালাপের সময় দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং ১৫ আগস্ট পালন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “পুলিশ, সাংবাদিক, আমার দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের ওপর যে হামলা করা হয়েছে, বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে— এর সঙ্গে যাঁরা জড়িত তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা এর দ্রুত বিচার চাই।”
অভ্যুত্থানের পর শেখ হাসিনা ঘাবড়ে যাননি দাবি করে বলেন, “ইতিমধ্যে কত মানুষ মারা গেছে। আমাদের পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছে, তাকেও বের করে এনে গুলি করা হয়েছে। পুলিশকে পিটিয়ে পিটিয়ে মারা— এমন বীভৎস আর জঘন্য ঘটনা কে দেখেছে আগে? সমস্ত কিছুর পরও আমি ঘাবড়াইনি।”
শেখ হাসিনা আরও বলেন, “এই দেশটাকে নিয়ে যারা খেলা করছে তাদের মনে রাখা উচিত— এ দেশের মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাদীন করেছে। এত উন্নতি এখানে হচ্ছে, এটাও তাদের মনে রাখা উচিত যে এগুলো আমি নিজের জন্য করিনি; দেশের সাধারণ মানুষের জন্য করেছি।”
এ সময়, আওয়ামী লীগ নেতাকর্মীদের স্ব স্ব অবস্থান থেকে শোক দিবস পালনের আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, “আপনারা যে যেভাবে আছেন, সেভাবেই সাবধানে থাকেন। আর ১৫ আগস্টটা যথাযোগ্য মর্যাদায় পালন করেন। আমি আপনাদের পাশেই আছি।”
গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি।
রুশু//