সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে আত্মসমর্পণ করা ৫৬ জন বনদস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র্যাব-৮।
বুধবার (১২ জুন) মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ডে র্যাব মহাপরিচালকের (ডিজি) পক্ষে এএসপি রেজাউল করিম আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে উপহার সামগ্রী হস্তান্তর করেন।
এসময় ৫৬ জন বনদস্যুর মাঝে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকৃত বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সংশ্লিষ্ট আদালত কর্তৃক নিষ্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।