গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছিলো দুদক।
গত ২রা মে বিশেষ জজ আদালত-৪ এ হাজির হয়ে জামিন আবেদন করেন নোবেলজয়ী ড. ইউনূসসহ অন্য আসামিরা। গত ১৬ এপ্রিল ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ড. ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।
আজই জামিনের সময়কাল শেষ হওয়ায় নতুন করে জামিন নিতে শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন ড. ইউনূস। আদালত শুনানি শেষে ড. ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ ৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন।