রাজন হোসেন তৌফিকুল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া মাঠে দেশের সকল চা শ্রমিক জনগোষ্ঠীর আয়োজনে বর্ণিল ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবের আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন এবং আর্থিক অর্থায়নে ছিলো সংস্কৃতি মন্ত্রণালয়।
শনিবার (১২ এপ্রিল) ৩ টায় টায় জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের ভিডিও কলে উদ্বোধন করেন অনুষ্ঠানের সংস্কৃতিমন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতামোস্তফা সরয়ার ফারুকী। l
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম, বালিশিরাচা বাগানের জিএম মো: সালাউদ্দিন , চা শ্রমিক নেতা পরিমল বাড়াইক সহ প্রমুখ।
দিনব্যাপী ফাগুয়া উৎসবে চা শ্রমিক জনগোষ্ঠীর অন্যতমবৃহৎ সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত। বর্ণাঢ্য র্যালি, ঐতিহ্যবাহী নৃত্য-গীত, সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলাএবং স্থানীয় পণ্যের প্রদর্শনী ছিলো এবারের উৎসবে।
এছাড়া চা-শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিলআয়োজনে আরোও ছিলো তাদের প্রত্যেক জাতিগোষ্ঠীবিভিন্ন অনুষ্ঠান, যেমন, গুরুবন্দনা (ভোজপুরী), কুমুর দ্বৈত(বাড়াইক), হালি গীত (ভোজপুরী),পত্র সওরা(উড়িষ্যা),ডাল ও কাঠি নৃত্য (তেলেও), চড়াইয়া নৃত্য(উড়িষ্যা), কমেডি (ভোজপুরী) হাড়ি নৃত্য (উড়িষ্যা),ঝুমুর(মাহাতো কুর্মী), বিরহা, হোলি গীত (ভোজপুরী),হোড়কাবাদ্যযন্ত্রের সাহায্যে, হোলি গীত (গড় সম্প্রদায়) ইত্যাদি। চা বাগানে ১৮ টি ক্ষুদ্র নৃ গোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতিকতুলে ধরে।
ফাগুয়া উৎসব উদযাপন পরিষদ শ্রীমঙ্গলের আহবায়কপ্রতিম দাশ জানান, ফাগুয়া উৎসবে ভিডিও কলের মাধ্যমে উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
এ সময় চা বাগানের শ্রমিক নেতারা মজুরি বৃদ্ধি, ভূমিরঅধিকার, সাংস্কৃতিক একাডেমী স্থাপনের দাবী এবং সহ বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরা হয়।
স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উৎসবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত টিম সার্বক্ষণিক নিরাপত্তারদায়িত্বে ছিলো।