সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির কথা উল্লেখ করেন।
আসিফ মাহমুদ জানান, মন্ত্রণালয়ে দুর্নীতি ও অর্থ লুটপাটের বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে কাজ করছিলেন এবং কয়েক হাজার কোটি টাকার লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।
তিনি বলেন, “আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে যারা জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। বর্তমানে নীলফামারীতে আছি, দ্রুত ঢাকায় ফিরছি।”
জানা গেছে, অগ্নিকাণ্ড সচিবালয়ের সেই ভবনেই ঘটেছে, যেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হয়।
সকালে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগুনের কারণ খুঁজে বের করতে একটি হাই-পাওয়ার তদন্ত কমিটি গঠন করা হবে। ইতোমধ্যে কেবিনেট সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। দুই মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই থেকে তিনজন।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে পুলিশ ও সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয় এলাকায় বিজিবি সদস্যও মোতায়েন করা হয়।
কেবিনেট বিভাগের তথ্য অনুযায়ী, সচিবালয়ের ৭ নম্বর ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ যুব ও ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ, শ্রম ও কর্মসংস্থান এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।
আরএস