মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২৪-২৫ অর্থবছরে সংখ্যালঘু, তফসিলি (হিন্দু), বৌদ্ধ, খ্রিষ্টান, সশস্ত্র বাহিনীর সদস্যদের সন্তান, দৃষ্টিপ্রতিবন্ধী, অন্যান্য প্রতিবন্ধী, অটিস্টিক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে।
এই উপবৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ফরম সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও প্রমাণসহ ফরম নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে হবে।
– ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকের (মাধ্যমিক) কার্যালয়ে পাঠানো হবে।
– একাদশ থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের আবেদন আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে পাঠাতে হবে।
ঢাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কার্যালয়ে কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না। শিক্ষার্থী বা প্রতিষ্ঠান যদি ভুল করে সেখানে আবেদন পাঠায়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে।
– নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায় (ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি): ‘ফরম নং-১’
– কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায় (একাদশ থেকে স্নাতকোত্তর): ‘ফরম নং-২’
প্রতিষ্ঠানপ্রধানরা নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে পাঠাবেন।
– শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠানে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১৭ মার্চ ২০২৫
– প্রতিষ্ঠান কর্তৃক আঞ্চলিক কার্যালয়ে আবেদন পাঠানোর শেষ তারিখ: ২৪ মার্চ ২০২৫
উপবৃত্তির সুযোগ পেতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।